সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের পটুয়াখালী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক ও সাধারণ সম্পাদক শওকত উল্লাহ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানা যায়। আকাশ মাহমুদকে সভাপতি ও মোঃ সুবাহান হাওলাদার সুজনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সিনিয়র সহ-সভাপতি পদে সাংবাদিক মোঃ জহিরুল সহ সহ-সভাপতি পদে রয়েছেন মোট চার জন। তারা হলেন মনির খান মোঃ ফিরোজ আলম মিলন ও মোঃ নুর ইসলাম মোল্লা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রুহুল আমিন সহ যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন মোট চার জন। তারা হলেন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাসেল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজমির হোসেন আকন। সাংগঠনিক সম্পাদক পদে আতিকা ইসলাম ডলি সহ সহ-সাংগঠনিক সম্পাদক পদে সুরাইয়া শারমিন ও সাদিয়া আফরোজকে অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে এছাড়াও রয়েছেন দপ্তর সম্পাদক হিসেবে সোনিয়া আফরোজ, সহ-দপ্তর সম্পাদক লিমা বেগম ও সাকিবা ইসলাম। প্রচার সম্পাদক পদে মোছাঃ নিলুফা সহ সহ-প্রচার সম্পাদক জান্নাতুল শেফা ও শাহিনুর বেগম। এছাড়াও রয়েছেন কোষাধ্যক্ষ কুলসুম আক্তার, সহ কোষাধ্যক্ষ কেয়া আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন ফকির, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কেএম সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা পলি বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা নুপুর বেগম ও আফরোজা বেগম। কৃষি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, ত্রাণ বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহিমা মনি ও সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার।
এছাড়াও সদস্য পদে রয়েছেন মোট ১৯ জন। সদস্য পদে মোঃ কাওছার, জাহাঙ্গীর হোসেন, নিজাম গাজী, মোঃ মাসুদ, মোঃ ইউসুফ হাওলাদার, মোঃ আল আমিন হাওলাদার, শিশির মিত্র (সমীর), দুলাল হাওলাদার, মোঃ শাহজালাল, মোঃ আরিফ হোসেন, মোঃ রিপন মাঝি, আনেচ গাজী, হাসিনা বেগম, জেসমিন আক্তার, সুরাইয়া নাসরিন, মোছাঃ নাদিয়া আক্তার নাহিদা, ইয়াসমিন আক্তার, নওরিন জাহান তানজিলা ও মোঃ হেলাল উদ্দিনকে অনুমোদন দেয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আকাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ সুবাহান হাওলাদার সহ নবনির্বাচিত কমিটির অন্যান্যরা সাউথ বিডি নিউজ ২৪-কে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল (বিএনজিপি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি সহযোগী সংগঠন। বিএনপির আদর্শ ও নীতিকে বুকে ধারন করে এবং মানুষের আশা আকাঙ্খাকে সামনে রেখে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ২০২২ সালের ১১ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল (বিএনজিপি) আত্মপ্রকাশ করে এবং বিএনপির আদর্শ ও নীতিকে ধারণ করে এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্খাকে সামনে রেখে সংগঠনটি কাজ করে যাচ্ছে।