জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. অপু সরোয়ার ও দৃষ্টি প্রতিবন্ধী আবুল কালাম হাওলাদার প্রমুখ।

সভায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্নদ শহীদ হোসেন চৌধুরী।