জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: “হাত ধোয়ার নায়ক হোন” এ শ্লোগান নিয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনাসভা এবং শিক্ষার্থীদেরকে হাত ধোয়ানো শিখানোর মধ্যদিয়ে পটুয়াখালীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও গণস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের আয়োজনে এক র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রশাসক কার্যালয়ের সামনে মিছিল শেষ হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র- ছাত্রীকে ৭ নিয়মে হাত ধোয়ানো শিখান এসডিএ এর কমিউনিটি মোবিলাইজার  আশিকা মেহেজাবিন।

পরে জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

আরও বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান, এসডিএ নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী নেফাজ উদ্দিন ও এসডিএ’র কমিউনিটি মোবিলাইজার আশিকা মেহেজাবিন প্রমুখ।