জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অনৃতর্ভুক্ত করে গণভোটের দাবীসহ ৫ দফা দাবীতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর আলোকে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা শাখা।
বুধবার বিকাল ৪ টায় ঝাউতলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য পটুয়াখালী জেলা জামায়াতের আমীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মাওঃ আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শহিদুল ইসলাম কাওসারী, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান খান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জেলা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি পৌর সভায় জামায়াতের মেয়র প্রার্থী আবদুল্লাহ আন নাহিয়ান ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর প্রমুখ।
বক্তারা পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবী বাস্তবায়ন করে নির্বাচনের দাবী জানান।
মানববন্ধন শেষে উক্ত দাবীতে এক মিছিল বের করে জেলা মডেল মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করেন জামায়াত নেতা- কর্মীরা। এ সময় জামায়াত ও শিবিরের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।