জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালী জেলার জনগুরুত্বপূর্ণ পটুয়াখালীর লোহালিয়া-কাশিপুর- মিলঘর-বগা পর্যন্ত প্রায় ১৫ কিঃ মিটার সড়কটির খানা-খন্দে বেহাল অবস্থা। ফলে এ সড়কটিতে যানবাহন ও লোক চলাচলে দারুন ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এ বছর রেকর্ড পরিমান অবিরাম বর্ষণে সড়কটির প্রায় অংশে খানা-খন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, পটুয়াখালী হতে কাশুপুর ৫ কিঃ মিটার, কাশিপুর হতে মিলঘর ৩ কিঃ মিটার এবং মিলঘর হতে বগা ৬ কিঃ মিটার সড়কটি অস্বাভাবিক বৃষ্টির কারনে সড়কটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে সড়কটি দিয়ে যান- বাহন এবং সাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর জানান, “আমাদের সহকারি ইঞ্জিনিয়রগণ সড়কটি পরিদর্শন করেছেন।  সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ ধার্য্য করা হয়েছে।  অধিদপ্তরের জিওবি মেইনন্টেন্স সভায় সড়কটির সংস্কার কাজের জন্য ইস্টিমেট অনুমোদন করা হবে এবং দ্রুত সময়ে সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।”