সুনিল সরকার, পটুয়াখালী: বিশ্বমান দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসকের দরবার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের অফিস প্রধান মো মুরসালীন মাহফুজ।

সভায় বক্তারা বিশ্বমান দিবসের তাৎপর্য, মান উন্নয়ন ও মানসম্পন্ন সেবা প্রদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, উন্নত সমাজ গঠনে প্রতিটি ক্ষেত্রে মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে বিশ্বমান দিবসের স্লোগান তুলে ধরে সবাইকে মান সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।