সুনিল সরকার, পটুয়াখালী: “সমন্বিত উদ্যােগ, প্রতিরোধ করি দুর্যোগ ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থানে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি, পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক এস. এম দেলোয়ার হোসেন। এসময় জেলা প্রশাসন, বিভিন্ন এনজিও, রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি, স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দুর্যোগ ও দুর্ঘটনায় মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়।