জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালী শহরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন সন্দেহভাজন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে এটিকে ‘প্রো-অ্যাকটিভ পুলিশিং’ বা সক্রিয় পুলিশি কার্যক্রমের একটি বড় সাফল্য বলে দাবি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের শ্মশানঘাট এলাকার পৌরসভার পিডিএস মাঠের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোঃ হারুন (৩০), মনির হাওলাদার (৩২), জাহাঙ্গীর আলম (৩৬), আঃ রাজ্জাক (৩০), মোস্তফা হাওলাদার (৩৭), সুমন তালুকদার (২৫), ওয়াসিম (৩৫) ও রনি চৌকিদার (২৬)। তারা পটুয়াখালী, বরগুনা, বরিশাল, নারায়ণগঞ্জ ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

আটককৃতদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে একটি বড় ট্রাক (বগুরা-ট-১১-০৩৯২), লোহার কাটার, দুটি হাতুড়ি, ৮ হাজার টাকার বেশি নগদ অর্থ এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সাজেদুল ইসলাম সজল বলেন, “ডাকাতি সংঘটিত হওয়ার আগেই আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয়েছি। এটি আমাদের প্রো-অ্যাকটিভ পুলিশিং-এর ফল। আটক ব্যক্তিরা বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।