জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালীতে র্যাব’র ব্যবহৃত মিনিবাস ও যাত্রী পরিবহন ধানসিঁড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে র্যাব’র চালক এস আই আব্দুল আলিম এবং সাব ইন্সপেক্টর প্রসেনজিতের শিশুছেলে সহ ২ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ৩০ জন। নিহতরা হলো শিশু পিয়াম-(০২) ও র্যাবের ব্যবহৃত মিনিবাসের চালক এসআই আবদুল আলীম (৩৩)।
শনিবার সকাল সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিল। আর র্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিলো। এসময় ফতুল্লা নামক স্থানে পৌছলে ওই বাস এবং মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষনা করেন এবং র্যাবের ওই গাড়ি চালক আবদুল আলীমও মৃত্যু বরণ করেন।
পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, “লাশ উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। সড়কের চলাচল স্বাভাবিক করতে গাড়ি দুটো সড়িয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।”
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার রাসেদ জানান, “আমাদের ব্যবহৃত মিনিবাস কুয়াকাটার উদ্দেশ্যে যাবার পথে ঘটনাস্থলে বিপরীত থেকে আসা ধানসিঁরি বাসটি মারাত্মক দুর্ঘটনা ঘটায়। এতে মিনিবাসটি সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে চালক এসআই আব্দুল আলীম এবং এসআই প্রেসেনজিৎ এর শিশু ছেলে পিয়াম মারা যান।”