জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: “পার করেছি আঠোরো, পেরিয়ে যাব পাহাড়ও” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলার মধুমতি হলে ব্র্যাকের সহায়তায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) পটুয়াখালী সদর আয়োজনে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ব্র্যাক পটুয়াখালী জেলা সমন্বয়ক নেফাজউদ্দিন এর সভাপতিত্বে ও ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) এস এম শরিফুল আলমের সঞ্চালনায় স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ব্র্যাক পটুয়াখালী জেলার সমন্বয়ক নেফাজউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে. এম শহিদুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো.খাইরুল ইসলাম, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন বাচ্চু। অংশগ্রহনকারীদের মধ্য বক্তব্য রাখেন খলিশাখালী স্বপ্নসারথী কিশোরী স্বর্না দেবনাথ ইটবাড়িয়া স্বপ্নসারথী কিশোরী মোসাঃ খুকুমনি। এ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৯ জন স্বপ্নসারথী কিশোরী উপস্থিত ছিলেন।
বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, শিশু পাচার রোধ, শিশু বিবাহ রোধ, শিশুদের আইনি সেবা পেতে সহায়তাসহ সামাজিক সুরক্ষা সেবা পেতে সহায়তা করার জন্য বিশেষ ভূমিকার জন্য স্বপ্নসারথী কিশোরীদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি।
প্রধান অতিথি ইফফাত আরা জামান উর্মি শিশু সুরক্ষায় সেবা পেতে হেল্পলাইন ১০৯৮ নম্বরে ফোন দেয়ার জন্য উপস্থিত কিশোরীদেরসহ সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, শিশু বিবাহ ব্যক্তিজীবন, পরিবার ও সমাজে দুর্ভোগ ও অশান্তির সৃষ্টি হয়। তাই বাল্য বিবাহ বন্ধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ সমাজের শিশু, কিশোর, নারী- পুরুষ সবাইকে একযোগে কাজ করার কথাও বলেন তিনি।