সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: আজ সোমবার (৬ অক্টোবর) র্যাব-৮, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্ব একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ সংরক্ষণ আইনের আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় সদর রোডস্থ গোপাল স্টোর এবং নুপুর স্টোর নামে দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পরিবেশ ক্ষতিকারক পলিথিন জব্দ করা হয়।
অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানের মালিক এসব নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রয়ের জন্য রেখে পরিবেশ সংরক্ষণ আইন লংঘন করে। প্রথম অভিযানে সোপাল স্টোর হতে আনুমানিক ১ (এক) টন নিষিদ্ধ পলিথিন এবং দ্বিতীয় অভিযানে নুপুর স্টোর হতে আনুমানিক ২৫০ (দুই শত পঞ্চাশ) কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানের মালিকদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং-১০) এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১৫,০০০/- (পনেরো হাজার) এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা করে অর্থ দন্ড করা হয়।
নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। র্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।