সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৮, সদর ব্যাটালিয়ান কর্তৃক যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় অভিযান পরিচালনা করে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ নিয়াজ মোর্শেদ (২৬) পিতা- মৃত আনিসুর রহমান সাং- পূর্ব সুবিদখালী, থানা- মির্জাগঞ্জ জেলা পটুয়াখাল ‘কে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন মোঃ ইউসুফের দোকান বেল্লাল টি এন্ড ফ্রেশি জুস” এর সামনে হতে গ্রেফতার করে।
ঘটনার বিবরনে যানা যায়, মামলার বাদী মোসাঃ আহানারা বেগম (৬০) এর ভাই ভিকটিম ভাই আবুল বাশার @ আবু বেপারী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সুবিদখালী বাজারে মেসার্স আল্লাহর দান ট্রের্ডাস এর স্বত্বাধিকারী। বিবাদীরা এলাকার দুর্ধর্ষ মাস্তান চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। আবু বেপারীর একমাত্র ছেলে আব্দুল্লাহ আল আবিদ কেনাডিয়ান – ইউনিভার্সিটি ঢাকাতে এলএলবি ২য় বর্ষের ছাত্র। মাঝে মাঝে সে বাড়িতে এসে তার পিতার ব্যবসার কাজ দেখাশুনা করে। গত ইং-২০-০৯-২০২৫ তারিখ সে বাড়িতে আসে এবং তার পিতার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স আল্লাহর দান ট্রের্ডাস দোকানে বসে ব্যবসায়ীক কার্য পরিচালনার সময় এজাহারনামীয় সকল আসামীরা বাদীর ভাইয়ের দোকানে গিয়ে বাদীর ভাইয়ের ছেলে আবিদকে বলেন যে, বিবাদীরা এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করিতেছি। বিবাদীদেরকে ১০ (দশ) লক্ষ টাকা চাঁদা দিতে হবে। তখন বাদীর ভাইয়ের ছেলে আবিদ বলে যে, তার কাছে কোন টাকা নাই। তখন এজাহারনামীয় আসামীরা জানায় যে, তারা পরবর্তী ইং-২৭-০৯-২০২৫ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় তাদের বাসায় চাঁদার টাকা নিতে যাবে। পরবর্তীতে ঘটনার বিষয়টি বাদীর ভাইয়ের ছেলে আবিদ বাদী সহ তার পিতা আবু বেপারী ও পরিবারে আত্মীয় স্বজনদের জানায়। আসামীগন ইং-২৭-০৯-২০২৫ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী মাছ বাজার সংলগ্ন বাদীর ভাই আবুল বাশার আবু বেপারী এর ৪ তলা ভবনের ৪র্থ তলায় বাসায় যায়। বিবাদীরা চাঁদার ১০ (দশ) লক্ষ টাকা দাবী করে। তখন ০১ ও ০২নং আসামী হাতে থাকা চাকু দিয়ে চাঁদার দাবিতে বাদীর ভাইয়ের ছেলে ও মেয়েকে ভয়ভীতি দেখায়। তখন বাদীর ভাইর ছেলে আবিদ এর নিকট ভার্সিটির সেশন ফি বাবদ ঘরে থাকা ১ (এক) লক্ষ টাকা প্রান ভয়ে চাঁদা হিসেবে আসামীদের দিয়ে দেয়। বাকি ৯ (নয়) লক্ষ টাকা চাঁদা দাবি করাকালে বাদীর ভাইয়ের ছেলে বলে তার কাছে আর কোন টাকা নাই। বিবাদীরা আবিদকে ও তার বোন সাফাকে মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে সোকেজ এর ড্রয়ারের লক ভেঙ্গে ভিতরে থাকা ৬ আনা ওজনের একটি স্বনের চেইন যাহার মূল্য অনুমান ৬০ (ষাট) হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের বিএমপি, বরিশাল, কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।