সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: আবদুল করিম মৃধা কলেজের সাবেক সহকারী অধ্যাপক মু. আবদুল আজিজ আজ শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬:৩০ মিনিট এর সময় ঢাকা নেয়ার পথে কালকিনি এলাকায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, আজ সকালে তার বাড়ির কাছের রাস্তায় পরে থাকতে দেখে এক অটোরিকশাওয়ালার ডাকাডাকিতে লোকজন বাসায় নিয়ে যায়। তার কোন সেন্স না থাকায় প্রথমে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয় এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা নেযার পথে মৃত্যুবরণ করেন।