জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালী পৌরসভা ঈদগাহ মাঠে পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির অন্যতম নেতা মোস্তাক আহমেদ পিনু এর ছোট ভাই বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব সমাজসেবক মসিউদ্দিন আহমেদ টিপু’র জানাজায় মানুষের ঢল নামে।
শুক্রবার রাতে অনুষ্ঠিত জানাজা নামাজ পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ। এ সময় তার সাথে ছিলেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিমপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের।
উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মহসিন উদ্দিন আহমেদ নিরু, মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা- কর্মী, বিশিষ্টজন এবং শত শত মুসুল্লী।
উল্লেখ্য, মসিউদ্দিন আহমেদ টিপু শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকাস্থ বাসায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে।