জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার প্রধান আসামী মোঃ আল আমিন ওরফে কসাই আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, পটুয়াখালী সদর থানার মামলা নং-০৭ তারিখ ০৪/০৯/২৫ ধারাঃ ৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় ১ নং আসামী মোঃ আল আমিন ওরফে কসাই আল আমিন কে ১২ সেপ্টম্বর সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে র‍্যাব এর সহযোগিতায় গ্রেফতার করা হয়। ১৩ সেপ্টম্বর শনিবার  তাকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা এবং মামলার তদন্ত কার্যক্রম  অব্যাহত আছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান।

প্রকাশ, চলতি মাসের গত পহেলা সেপ্টেম্বর বিকেলে দেড় লক্ষ টাকা নিয়ে তুহিন বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন রাতে লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ সেপ্টেম্বর নিহত তুহিনের বাবা কালাম হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় আল আমিন বয়াতী ওরফে কসাই আল আমিন (৩১)কে প্রধান আসামী করে  তিনজনকে চিহ্নত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে তাদের ফাঁসির দাবীতে ৮ সেপ্টেম্বর সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে নিহত তুহিনের পরিবারের সদস্যসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  কর্মসূচী পালন করে।