জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ মো. মজিবুর রহমান টোটন,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সাবেক মেয়র মোশতাক আহম্মেদ পিনু, একেএম কলেজের অধ্যক্ষ আঃ মজিদ বাহাউদ্দিন বাহার,  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন।

আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি আমেনা খলিল, সহ-সভাপতি হেলেন কিলার, মির্জাগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ মেরী, দশমিনা উপজেলা শাখা মহিলা দলের সভাপতি ডেইজি বেগম।

অতিথি হিসেবে আরও  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোফাজ্জেল আলী খান দুলাল,  দেলোয়ার হোসেন খান নান্নু, বশির উদ্দিন মৃধা, আলমগীর হোসেন বাচ্চু, মিজানুর রহমান, খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জিয়াউল হক ফারুক, জেলা যুব দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন নাসির খন্দকার, যুবদল নেতা গোলাম রবৃবানী, জেলা ছাত্রদলের  আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হাওলাদার।

আলোচনা সভায় জেলাসহ বিভিন্ন উপজেলার মহিলা দলের বিপুল সংখ্যক মহিলা সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে।