জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: প্রি-টেস্ট পরীক্ষার ফি দিতে না পারায় অকথ্য ভাষায় গালমন্দ করে দশম শ্রেনীর এক ছাত্রীকে হল থেকে বের করে দেয়ার লজ্জায় বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টায় আহত ঘটনায় ও অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে পটুয়াখালীর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্রীরামপুর মৌকরন বাজার হতে বিক্ষোভ মিছিল শুরু করে প্রায় আধা কি.মি. সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করে শত শত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী হারুন অর রশিদ ও সহকারি শিক্ষক অমলচন্দ্র সাহার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে অবিলম্ভে তাদের অপসারন দাবী করে। অপসারন না করলে বিদ্যালয়ে তালা লাগানোর হুমকি দেয় বিক্ষোভকারীরা।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার দিন ৪ সেপ্টেম্বর বৃহষ্পতিবার পরীক্ষার হলে প্রধান শিক্ষক স্যার ও সহকারি শিক্ষক অমল চন্দ্র সাহা ছিলেন, শিক্ষার্থী তামান্নার সাথে কি হয়েছে আমি জানিনা। প্রধান শিক্ষক স্কুলের কাজে পটুয়াখালী শিক্ষা অফিসে গেছেন এবং সহকারি শিক্ষক অমল চন্দ্র ছুটিতে আছেন। শুনেছি শিক্ষার্থী তামান্না বরিশালে ট্রিটমেন্টে আছে।
বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান খবর পেয়ে স্কুলে ছুটে আসেন এবং আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন লিখিতভাবে অভিযোগ করেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষগনের কাছে সুপারিশ প্রেরন করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিসমত মৌকরন নিবাসী দিন মজুর আবু বকর সিদ্দিকের মেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী তামান্না আক্তার প্রি-টেস্ট পরীক্ষার ফি দিতে না পারায় ৪ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ও সহঃ শিক্ষক অমল চন্দ্র তাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়। তামান্না লজ্জায় বাড়ি গিয়ে রুমের দরজা আটকিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নাহত্যার চেষ্টা করছিল। এ সময় টের পেয়ে স্বজনরা দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য বিদ্যালয়ের শিক্ষকরা এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বরিশাল মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করানো হচ্ছে বলে স্বজনরা জানান। সে এখন সুস্থ বলেও স্বজনরা জানান।