সুনিল সরকার,পটুয়াখালী: পটুয়াখালীর ঐতিহ্যবাহী আবদুল করিম মৃধা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবদুল করিম মৃধার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সচিব ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ গোলাম রহমান। এছাড়া বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান লায়লা ইয়াসমিন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মশিউর রহমান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মোঃ ফারুক, সহকারী অধ্যাপক মশিউর রহমান এবং প্রভাষক মর্জিয়ানা পারভীন ও খান মো: আবুল কালাম আজাদ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র -ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।