জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এ্যাডভোকেট উজ্জ্বল বোসকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।

শুক্রবার দিবাগত শনিবার (১২ জুলাই) গভীর রাতে সদর থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত  রাত শনিবার আনুমানিক ৩টার দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বোসকে পটুয়াখালী শহরের একটি স্থান থেকে গ্রেফতার করা হয়। তিনি একটি নিয়মিত মামলার আসামি ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “এ্যাডভোকেট উজ্জ্বল বোসকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি নিয়মিত মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন।” তবে কী মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ওসি।

পুলিশ জানিয়েছে, আটক এ্যাডভোকেট উজ্জ্বল বোসকে আজ শনিবার দুপুরে  আদালতে পাঠানো হয়েছে।