সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালী সদর উপজেলাধীন ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রা‌মে স্ত্রী নুরজাহান বেগম (৪৫) কে গলা কে‌টে হত‌্যার অভিযোগ উঠেছে স্বামী নুর মোহাম্মদ হাওলাদারের বিরুদ্ধে। র‌বিবার (৫ জানুয়ারি) ভোররাতের দি‌কে এঘটনা ঘটেছে বলে ধারণা করেছে পুলিশ। সদর থানা পু‌লিশ নিহতের মরদেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য ম‌র্গে প্রেরণ ক‌রেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

নুরজাহান বেগমের পুত্রবধূ রো‌জি আক্তার ও নুপুর আক্তার জানান, “দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে নুর মোহাম্মদ ও স্ত্রীর ম‌ধ্যে বি‌রোধ চল‌ছিলো। ঘটনার দিন রা‌তে স্বা‌মীর দ্বিতীয় বিয়ে করার জন‌্য স্ত্রী তালাক দেয়ার জন‌্য চাপ প্রয়োগ ক‌রে। এ নি‌য়ে স্বামী স্ত্রীর ম‌ধ্যে ঝগড়াঝা‌টি হয়। প‌রে পুত্রবধূদের মধ‌্যস্থতায় স্ত্রী নুরজাহান বেগ‌মের কা‌ছে ক্ষমা চায়। এরপর সবাই ঘু‌মি‌য়ে যায়। এরপর রাত ৩ টার দি‌কে জবাই ক‌রে স্ত্রী নুরজাহান বেগম‌কে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যায়।” এ ঘটনার সুষ্ঠু ‌বিচার দাবী ক‌রেছেন স্থানীয়রা ও নিহতের স্বজনরা। নিহত নুরজাহান বেগমের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইমতিয়াজ জানান, “এই ঘটনায় নিহত নুরজাহানের স্বামী নূর মোহাম্মদকে আমরা আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।”