সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ মঙ্গলবার (৫ ন‌ভেম্বর) সকালে পটুয়াখালীর দুম‌কি উপ‌জেলার লেবুখালী ইউ‌নিয়নে লিগ্যাল এইড ক‌মি‌টির ও‌রি‌য়ে‌ন্টেশন ইউ‌নিয়ন প‌রিষ‌দের সভাক‌ক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রূপান্ত‌রের আইন সহায়তা কার্যক্র‌মের জেলা সমন্বয়ক কে এম জা‌হিদ হো‌সে‌নের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লেবুখালী ইউ‌নিয়ন লিগ্যাল এইড ক‌মি‌টির চেয়ারম্যান উপ‌জেলা খ‌লিলুর রহমান। সভায় বক্তৃতা ক‌রেন স‌চিব যাদব কুমার দত্ত,‌ শিক্ষক মাকসুদা বেগম, কৃ‌ষি অ‌ফিসার হা‌বিবুর রহমান ও প্র‌জেক্ট অ‌ফিসার শাহনাজ পারভীন।