পটুয়াখালীর দশমিনায় বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক জবর দখলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে উপজেলার চর বোরহানের চর ছামাদ গ্রামে বসবাসকারী ১৩০ টি বন্দোবস্তপ্রাপ্ত অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ লিখিত অভিযোগ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, মো. ইউনুচ খলিফা, নুর আক্তার মনি ও মো. মামুন প্যাদা সহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর ঢালী, কামাল মোল্লা, নুর নাহার বেগম, সেতারা বেগম, রিনা আক্তার, নাজমা বেগম, পিয়ারা বেগমসহ শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা।
লিখিত অভিযোগ ও বক্তব্য সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০১ সালে, জেএল ১৮৮/৯৯ ও ১৮৯/৯৯ এর ভূমি হইতে অসহায় ও ভূমিহীন ১৩০টি পরিবারকে ১৯৫ একর জমি বন্দোবস্ত প্রদান করেন। সে জমি দীর্ঘ ২৩ বছর যাবৎ সমস্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলো। জুলাই/২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের ভূমিদস্যুরা মিলে এসব জমি জোরপূর্বক দখল, ধান কর্তন ও স্কেবেটার মেশিন দিয়ে মাটি কেটে তরমুজ চাষের অপচেষ্টা করছেন বলে তাদের অভিযোগ। তাই তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। এ সময় দশমিনা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি বিশেষ গুরুত্বূর্ণ হওয়ায় তাৎক্ষণিক সমাধান দেয়ার জন্য উপজেলা ভূমি অফিস ও পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত নির্দেশনা প্রদান করা হবে।”