পটুয়াখালী-১ আসন এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চারটি ইউনিটের বিদ্যমান কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের কেন্দ্রীয় বিএনপি-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পটুয়াখালী পৌরসভা বিএনপি, পটুয়াখালী জেলা বিএনপির সদর উপজেলা শাখা, দুমকি উপজেলা শাখা এবং মির্জাগঞ্জ উপজেলা শাখা বিএনপির বিদ্যমান কমিটিগুলো পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ৪ টি ইউনিট বিএনপির কমিটি স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।