আসছে ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ অনুষ্ঠিতব্য ‘গণভোট’ এর বিষয়ে সচেতনতায় পটুয়াখালীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টায় সদর উপজেলার ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রওজাতুন জান্নাত এর সভাপতিত্বে  এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ পারভীন শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু। 

সমাবেশে গণভোট বিস্তারিত আলোচনা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান। 

শিক্ষক সমাবেশে ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাগণ।

সমাবেশে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুইটি ব্যালট পেপারে ভোট দিতে হবে। একটি ব্যালটে ভোটারগণ তাদের প্রার্থী নির্বাচন করবেন, অন্যটিতে গণভোটে অংশগ্রহণ করবেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে জুলাই সনদসহ বিভিন্ন সুবিধা দ্রুত সময়ে নিশ্চিত হবে।” প্রধান অতিথি উপস্থিত প্রধান শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, “ভোট গ্রহন অনুষ্ঠানাদি নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত নির্দেশনা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে আমরা পটুয়াখালীতে মডেল নির্বাচন করা সম্ভব হবে।”

এ ব্যাপারে সকলকে একযোগে সমন্বিতভাবে কাজ করারও আহবান জানান তিনি।