পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ এবং বিভিন্ন ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ) বেলা ১১টার দিকে বাউফল উপজেলার সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বাসভবনের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক এমপি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদার।

সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেবে। যুবদলকে আরও সক্রিয় ও সংগঠিত করে মাঠ পর্যায়ে আন্দোলন জোরদারের আহ্বান জানান নেতারা। 

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।