বাংলা টিভি ও দৈনিক কালবেলা’র পটুয়াখালী জেলা প্রতিনিধি ও South BD News 24 এর যুগ্ন সম্পাদক ইশরাত লিটন এর পিতা মোখলেছুর রহমান আজ বেলা ১:০০ টায় পটুয়াখালী পৌরসভার (৯ নং ওয়ার্ড) তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ পরিবারে বইছে শোকের মাতম।

তার প্রথম জানাজা নামাজ আসরবাদ তার নিজ বাসভবনের সামনে সম্পন্ন হয়েছে। মাগরিববাদ পটুয়াখালী পৌর কবরস্থানে ২য় জানাজা শেষে সেখানেই দাফন করা হবে বলে তার ছেলে সাংবাদিক ইশরাত লিটন জানিয়েছেন। তিনি তার মরহুম পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।