পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম জসিম এবং বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ মাহমুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তারা পুনরায় দলীয় কার্যক্রমে সক্রিয় হতে পারবেন।