সাংবাদিক জাকির মাহমুদ সেলিম এর পুত্র তাজবীর মাহমুদ আপন (২৫) এর হারিয়ে যাওয়া Realme-9 মোবাইল সেটটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকার সায়দাবাদ হতে উদ্ধার করে আজ ৬ জানুয়ারী সাংবাদিক জাকির মাহমুদ সেলিম এর নিকট হস্তান্তর করেন পটুয়াখালী সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সালাউদ্দিন প্রধান।
সাধারণ ডায়েরি মতে জানা যায়, গত ১৬ আগস্ট, ২৫ বিকেল অনুমান ০৫:৪০ এর সময় পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় সাংবাদিক জাকির মাহমুদ সেলিম এর পুত্র তাজবীর মাহমুদ আপন Realme-9 নামে সিম সহ একটি সেট হারিয়ে ফেলে। পরে অনেক খোজাখুজি করে না পেয়ে পটুয়াখালী সদর থানায় ১৭ আগস্ট একটি সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরির উপর ভিত্তি করে সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সালাউদ্দিন প্রধান এর নেতৃত্বে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল সেটটি উদ্ধার করা হয়।