পটুয়াখালীতে গত দুই দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। সেই সঙ্গে বইছে হিম বাতাস। ঘন কুয়াশা এবং হিম বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। খুব ভোর থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছেনা সূর্যের। দিনের বেলায়ও হেড লাইট জালিয়ে চলছে যানবাহন। আজ সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন ১১.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। এভাবে আরও ২-৩ দিন থাকবে। এসময় কুয়াশার দৃষ্টিসীমা ছিলো ৫০ মিটারের নিচে। আর বাতাসের আদ্রতা ছিলো ৯০ শতাংশ।

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবেচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বিভিন্ন যানবাহনের চালক, শ্রমিক ও কৃষক সহ সাধারণ মানুষ। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। এদিকে দেখা যাচ্ছে পুরাতন গাউন মার্কেটে নিম্ন আয়ের মানুষজন শীত বস্ত্র কেনাকাটা করছে। হাসাপাতালগুলোতে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা।