অসহায় ক্ষুদ্র গ্রামীন চাষীদের কৃষি ক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে স্বাবলম্ভী করার লক্ষ্যে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হাশেম রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা “আঙিনায় সবজি চাষ ও কম্পোস্ট সার তৈরী শীর্ষক প্রশিক্ষন কর্মশালা বিনা মূল্যে হাইব্রিড বীজ বিতরণ অনুষ্ঠিত।
সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের মধ্য গেড়াখালি গ্রামস্থ হাশেম রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা অফিস পাশে গ্রামীন পরিবেশে সংস্থার সভাপতি মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে আহম্মেদ কাওসার ইবুর সঞ্চালনায় “আঙিনায় সবজি চাষ ও কম্পোস্ট সার তৈরী প্রশিক্ষন কর্মশালা এবং বিনা মূল্যে হাইব্রিড বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সরদার আব্দুর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসার এস এম শাহাজাদা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. খন্দকার আঃ হাই, বিশিষ্ট সমাজসেবক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ। ট্রেইনার ছিলেন এসএএও মোসাঃ ছানিয়া আক্তার ও কেঁচো সার উৎপাদনে সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান মাকসুদা এন্টারপ্রাইজের প্রোপাইটার মাকসুদা।
প্রশিক্ষণে মাদারবুনিয়া ইউনিয়নের ৩০ জন কৃষক নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৩০ জন নারী-পুরুষ কৃষকের মাঝে বিভিন্ন জাতের সবজির হাইব্রিড বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রজেক্ট ম্যানেজার রাশিদুল ইসলাম রাশেদ, হিসাব রক্ষক মারুফা মনি, প্রধান ভলান্টিয়ার নাদিয়া নিশি ও ভলান্টিয়ার ঝুমুর প্রমুখ।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংকার মোঃ আবুল হাশেম মৃধা ২০১৮ সালে স্থানীয় বেকার যুবক-যুবতীদের নিয়ে তার নিজ এলাকা মাদারবুনিয়া ইউনিয়নের মধ্য গেড়াখালী গড়ে তোলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হাশেম রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা। যার রেজিঃ নং-পটুয়া ৬৪০/২০১৮ইং।
হাশেম রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা থেকে এলাকায় দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, সেলাই প্রশিক্ষণ, আইসিটি প্রশিক্ষণ, মাছ চাষ প্রশিক্ষন, সবজি চাষ প্রশিক্ষনসহ বিভিন্ন প্রশিক্ষন দিয়ে আসছে বলে সংস্থার সভাপতি মোঃ আবুল হাশেম জানান। এ সংস্থায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটিতে ২ জন করে ২২ জন প্রশিক্ষিত ভলান্টিয়ার রয়েছে।