পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন জাতীয়বাদী শক্তির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) আছর নামাজবাদ কালাইয়া বন্দরের বড় পুকুর পাড়ে খোলা আকাশের নিচে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের নেতা রাজন মুনসুর এর নেতৃত্বে আয়োজিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতা-কর্মীরা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা যুবদল নেতা রাজন মুনসুর বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আল্লাহর কাছে এই আপোষহীন নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।