বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে কুরআনখানি, দোয়া মোনাজাত এবং জেলা শহরের মসজিদ সমূহে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটনের আয়োজনে প্রথম দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বায়তুল আমান মাদরাসার ক্বারি আব্দুর রহিম।
একইস্থানে বেলা সাড়ে ১২ টায় পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের আয়োজিত দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী ওয়ায়েজিয়া হাফেজিয়া কামিল মাদ্রাসার প্রধান হাফেজ মাওঃ রফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালামসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
এছাড়াও আলতাফ হোসেন চৌধুরীর সুরাইয়া ভবনসহ শহরের মসজিদ সমূহে জহুর নামাজ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।