ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১১পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে প্রগতিশীল রাজনৈতিক জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মনোনীত বাংলাদেশ জাসদের প্রার্থী গৌতম চন্দ্র শীল মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাসদের গৌতম চন্দ্র শীল মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মতলেব মোল্লা, বাসদ পটুয়াখালী জেলা কমিটির সমন্বয়ক অ্যাড. জহিরুল ইসলাম সবুজ, সানাউল্লাহ তালুকদার, এসএম ফোরকান ও সাগর।
উল্লেখ্য, সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদসহ ৮টি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন গৌতম শীল।
মনোনয়ন সংগ্রহকারি গৌতম চন্দ্র শীল বাংলাদেশ জাসদের সহযোগী সংগঠন বিসিএল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং একজন তরুণ উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পটুয়াখালী-১ আসন এলাকার সর্বস্তরের ভোটার সাধারণকে শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন।
মনোনয়ন দাখিলের সময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি-শিক্ষা) তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান ও নির্বাচন অফিসার আবু ইউসুফ।