আসছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তার মনোনয়ন পত্র দাখিলের আগে বিএনপির চেয়ারপার্সন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনার জন্য দোয়া মিলাদের আয়োজন করেছেন।
রোববার বেলা ১১ টায় সুরাইয়া ভবনের সামনে আয়োজিত দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মাওলানা মো. নেছার উদ্দিন।
এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বিমান বাহিনীর সাবেক প্রধান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য উপস্থিত নেতাকর্মীসহ জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, দোয়া চেয়েছেন ধানের শীষ প্রতীকের জন্য।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বার’র সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. তৌফিক আলী খান কবির, সদস্য অ্যড. আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাড. মহসীন উদ্দিন, বারের বর্তমান সাধারণ সম্পাদক শরীফ সালাহ উদ্দিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, যুবদল নেতা অ্যাড. আল আমিন সুজনসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠন সমূহের শত শত নেতা কর্মী।
দোয়া মোনাজাত শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর কাছে পটুয়াখালী-১ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন বিএনপির মনোনীত ধানের শীষ’র প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান। প্রার্থীর সাথে ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বার’র সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. তৌফিক আলী খান কবির ও অ্যাড. আনিসুর রহমান।