তৃতীয় দিনের সরকারি ছুটি ও শীতের আমেজকে ঘিরে পর্যটকদের ভীড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা।

বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে পর্যটকরা ভিড় করতে শুরু করেন। পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে সৈকতের জিরো পয়েন্ট, জাতীয় উদ্যান, গঙ্গামতি ও লেম্বুর বন এলাকা। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে প্রিয়জনকে নিয়ে সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন। অনেকে আবার প্রিয়জনকে নিয়ে ছবি তুলছেন। অনেকে আবার বেঞ্চিতে বসে পুরো সৈকতের প্রাকৃতিক সৌন্দর উপভোগ করছেন।

আগতদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। শতভাগ বুকিং রয়েছে হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্টহাউসগুলো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি করা হচ্ছে।