সোমবার (২২ ডিসেম্বর) পটুয়াখালীর বহালগাছিয়ায় সকাল ১০ টায় গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তরুণ বেকার উদ্যোক্তাদের জন্য মাশরুম চাষের উপর টেকসই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাক মাইক্রোফিন্যান্স (EDU) এর উদ্যোগে পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডে বহালগাছিয়া গ্রামে আয়োজিত মাশরুম চাষ প্রশিক্ষণে বেকার যুবকদের আত্মনির্ভরশীল ও বিকল্প খাদ্য হিসেবে মাশরুম ব্যবহার বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এ প্রশিক্ষণ এর মাধ্যমে উদ্যোক্তাগণ ভবিষ্যতে ব্রাক এর ঋণ সহায়তার আওতায় আসবে বলে জানা যায়।
দুই দিনব্যাপী কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন মাইক্রো ফিন্যান্স প্রগতির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রাক এন্টারপ্রিনিউরশীপ ডেভলপমেন্ট ইউনিট ঢাকার সিনিয়র ম্যানেজার দীপু মজুমদার ও ম্যানেজার মোঃ শরিফ হোসাইন, (EDU) ওয়েস্ট জোন এর ব্যবস্থাপক দেবাশীষ কুমার ঘোষ, ব্রাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পটুয়াখালীর মোঃ নেফাজ উদ্দিন, মাইক্রো ফিনান্স প্রগতি পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক মনোজিৎ কুমার বিশ্বাস, ব্র্যাক মানবসম্পদ বিভাগ পটুয়াখালীর ডেপুটি ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, প্রগতি পটুয়াখালী সদরের এলাকা ব্যবস্থাপক সুমন কুমার দে, (EDU) পটুয়াখালীর এলাকা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান ও (EDU) ঝালকাঠির এলাকা ব্যবস্থাপক সৈয়দ রফিকুল ইসলাম।
এ সময় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আতাউর রহমান মিলন। তিনি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিশ জন উদ্যোক্তাকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন।