ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১১১ পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সি এর কাছ থেকে পটুয়াখালী-১ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, নির্বাচন সমন্বয়ক জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তৌফিক আলী খান কবির এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাড. মহসীন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাকসুদুর রহমান ও বারের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ সালাউদ্দিন।
এই মনোনয়ন পত্র সংগ্রহ শেষে মনোনয়ন উত্তোলনকারী জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, বিমান বাহিনীর সাবেক প্রধান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনে নির্বাচন করবেন এটা আমাদের গর্ব, আমরা গর্বিত। নেতৃবৃন্দ আশা করেন পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ- দুমকি) আসনের ভোটার জনগন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।
উল্লেখ্য, ১টি পৌরসভা ও ৩টি উপজেলা নিয়ে পটুয়াখালী-১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছে পাঁচ লক্ষ পাঁচ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে দুই লক্ষ ৫৪ হাজার ৩৩৫ জন ও মহিলা ভোটার দুই লক্ষ ৫১ হাজার ৪৯২ জন এবং হিজড়া ভোটার আছে ৮ জন।