পটুয়াখালী জেলা গণফোরাম এর সভাপতি স্বচ্ছ-পরিচ্ছন্ন প্রবীণ রাজনীতিবিদ জেলা আইনজীবী সমিতির ১ নম্বর সদস্য বারের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুল আজিজ মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪.৫০ মিঃ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বৃহষ্পতিবার সকাল ১০ টায় পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী মাঠে প্রথম, সকাল ১০.৩০ মিঃ সময় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে দ্বিতীয় এবং জোহরবাদ দুপুর দুইটায় তার নিজগ্রাম আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়ায় তৃতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হবে বলে মরহুমের বড় ছেলে অ্যাডভোকেট রিংকু জানান।
প্রকাশ, তিনি ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি কমরেড আজিজ নামে সুপরিচিত। তিনি ড. কামাল হোসেন এর গঠিত গণফোরামে সভাপতি হিসেবে যোগদান করেন এবং মৃত্যু অবধি গণফোরামের সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর খবরে শত শত মানুষ পৌরসভা মোড়ের অদূরে বাসভবনে ভীড় করেন।
তার মৃত্যুতে জেলা গণফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক শরীফ মোঃ সালাউদ্দিন, জেলা বার’র সাবেক সভাপতি এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, বারের সাবেক সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন ও এ্যাডভোকেট মোহসীন উদ্দিনসহ সিনিয়র-জুনিয়র আইনজীবীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।