রাজধানী ঢাকায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জুলাই যোদ্ধা ঢাকা-৮ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করছে বিএনপি ও জুলাই যোদ্ধারা।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে পৌর সভার তিতাস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী -১ আসনের বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল( অব:) আলতাফ হোসেন চৌধুরী মিছিলে নেতৃত্ব দেন।
এ সময় তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য দেশী বিদেশী একটি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে। গত মাসের ৫ তারিখে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড হয়েছে এবং গতকালকে ঢাকাতে যে হত্যাকান্ডের এটেমপ্ট হয়েছে এগুলো ষড়যন্ত্রের প্রতিফলন। আগামী দিনগুলোতে সাবধান হতে হবে।”
অপরদিকে পৌর শহরের সদর রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।