Rural Micro Enterprise Transformation Project (RMTP) এবং “সূর্যমুখী ও নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে উদ্যোগীদের আয়বৃদ্ধি” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় পটুয়াখালীতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পৌর শহরের পিপিএস ট্রেনিং সেন্টারের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পিপিএস-এর উপ-প্রধান নির্বাহী এনাম মো. এনায়েতের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন পল্লী প্রগতি মরিডির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতমারা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. এ.কে. ওবায়দুল হক, পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এখলাছুর রহমান এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।
এসময় স্বাগত বক্তব্য দেন RNTP পিপিএস-এর ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কৃষিবিদ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সূর্যমুখী এবং নিরাপদ সবজি উৎপাদনে পটুয়াখালী অঞ্চলে সম্ভাবনা দ্রুত বাড়ছে। প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদ, মানসম্মত বীজ ব্যবহার, জৈব সারের প্রয়োগ ও সঠিক বাজারসংযোগ তৈরি হলে তাদের আয় দৃশ্যমানভাবে বৃদ্ধি পাবে। নিরাপদ খাদ্যের চাহিদা এখন সারাদেশে বাড়ছে, তাই উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে কৃষকদের সচেতনতা ও দক্ষতা বাড়ানো জরুরি। এই ধরনের প্রকল্প কৃষকদের আর্থিক স্থিতি বাড়াতে এবং উদ্যোক্তা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন অপ্রতির প্রতিনিধি, শিক্ষানুরাগী, আইনজীবী, উদ্যোক্তা ও কৃষকরা অংশ নেন। শেষে স্থানীয় কৃষকদের মাঝে সূর্যমুখী বীজসহ বিভিন্ন বীজ ও জৈব সার বিতরণ করা হয়।