পটুয়াখালীতে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় পটুয়াখালী লঞ্চ ঘাট চত্বর থেকে দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী শুরু হয়ে নিউমার্কেট চত্বরে গিয়ে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি), পটুয়াখালী জেলা শাখার সভাপতি এ্যাড. মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে  পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি), পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফিরোজ আহমেদ, সদস্য মাহফুজা ইসলাম, কবি সিদ্দিকুর রহমান।

এছাড়াও পথসভায় পটুয়াখালী বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন।