‘‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’’- এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার আয়োজনে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১ টায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান।

সভা শেষে পটুয়াখালী সদর উপজেলা এবং পটুয়াখালী জেলাসহ ১০ ক্যাটাগরিতে ৮ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সদর উপজেলা ও জেলায় মোসাঃ সারমিন বেগম, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সদর উপজেলা ফেরদৌসী বেগম মিলি ও জেলায় আসমা আক্তার, সফল জননী ক্যাটাগরিতে সদর উপজেলায় ফেরদৌসী বেগম হ্যাপী ও জেলায় মোসাঃ মাহমুদা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে সদর উপজেলায় মমতাজ ও জেলায় নিলুফা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে সদর উপজেলা ও জেলায় শিরিন আক্তার সম্মাননা পেয়েছেন।