বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৮ ডিসেম্বর পাকহাদার মুক্ত স্বাধীন পটুয়াখালী দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় আরামবাগ বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল এর বাসভবনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ ডিসেম্বর পাকহাদার মুক্ত স্বাধীন পটুয়াখালী দিবসে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনীত প্রার্থী সাবেক স্বরাস্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু। প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম মোফাজ্জেল হোসেন তপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী নাজমুন নাহার নাজু, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া, কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দীন, সাংবাদিক গোলাম রহমান, সাংবাদিক আব্দুস সালাম আরিফসহ সাংবাদিকবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
সভায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়।