৮ ডিসেম্বর পটুয়াখালী মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয়ের সামনে থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী ইউনিট কমান্ডের উদ্যোগে আনন্দ র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে র‍্যালী শেষ হয়। 

র‍্যালী শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে কমান্ডের আহবায়ক গোলাম কিবরিয়া মৃধার সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায়  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারেক হাওলাদার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নবাগত ইউএনও রওজাতুন জান্নাত, সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশিদ অ্যাডভোকেট, বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রাজ্জাক, ও মুক্তিযোদ্ধার সন্তান কাজী দেলোয়ার হোসেন দিলিপ। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম লিটন ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির। 

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন আল আকসা জামে মসজিদের সানি ইমাম হাফেজ মাওলানা মোঃ সালমান হোসেন।