বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুরাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজ সোমবার (৮ ডিসেম্বর) আসর বাদ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ দোয়া  অনুষ্ঠিত হয়। 

মুরাদিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান, 

সাধারণ সম্পাদক মো: মাসুদপারভেজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব মো: সুমন শরিফ, যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক ওবাইদুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ন আহবায়ক সরকারি জনতা কলেজর সভাপতি আরিফুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু ইসা শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।