পটুয়াখালী জেলা শহরের আদালতপাড়া নিবাসী মরহুম গোলাম মহিউদ্দিন তালুকদার এর সহধর্মীনী ও গোলখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিপু তালুকদারের মমতাময়ী মাতা সেলিনা বেগম শনিবার সকাল ৮.৩০ মিঃ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ৬ ছেলে ও এক মেয়েসহ বহু নাতি-নাতনি, আত্মীয় স্বজন রেখে গেছেন।

বাদ জোহর বড় জামে মসজিদের সামনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মদিনা জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু ইউছুফ। এ নামাজে বিপুল সংখ্যক মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

মরহুমার দ্বিতীয় জানাজা নামাজ গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার গোলখালী গ্রামে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে মরহুমার লাশ পুনরায় পটুয়াখালী এনে পৌরসভার মুসলিম গোড়স্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে আসে। 

উল্লেখ্য, মরহুমা সেলিনা বেগম ছিলেন পটুয়াখালী আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম গাজী আজাহার উদ্দিনের কন্যা, পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের চেয়ারম্যান গাজী বুলবুল স্যার ও বিশিষ্ট আর্টিটস নাট্য শিল্পী গাজী মঈন উদ্দিন টার্জনদ্বয়ের বোন এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রনেতা মরহুম গোলাম রব্বানী ও জিএম জাফর কিরন, বাদল তালুকদার ও সোহাগের মাতা। মরহুমার আরও দুই সন্তান রয়েছেন ব্যাংকার টিপু তালুকদার ও ব্যবসায়ী দিপু তালুকদার। 

আগামী শুক্রবার বাদ আছর বড় জামে মসজিদে মরহুমার জন্য দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।