পটুয়াখালীর দুমকিতে “খোরশেদ কাক্কু ভাতের হোটেল”” নামের একটি ভাতের হোটেল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে দুমকি নতুন বাজার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ভাতের হোটেলটি আগুনে পুড়ে যায়।আগুনের সূত্রপাত কোথা থেকে তা জানা সম্ভব হয়নি।

হোটেলের মালিক সোহেল হাওলাদার জানান, “কিভাবে আগুন লাগছে বলতে পারি না। মানুষের কাছ থেকে ধার দেনা করে দোকানটি করেছি। দোকানটি পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম।”

পটুয়াখালী ফায়ার স্টেশন লিডার মোঃ ইব্রাহিম জানান, “আমরা সকালে খবর পেয়ে এসে দেখি একটি ভাতের হোটেলে আগুন লেগেছে। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”