পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নওমালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব নওমালা এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নওমালা ইউনিয়নের আবুবক্কর নামের এক ব্যক্তির কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা কিনে ফিরছিলেন। পথে তার গতিবিধি সন্দেহজনক হলে গ্রাম পুলিশ মহিউদ্দিন তাকে আটক করেন। পরে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন।
জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আবুবক্করের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা একটি সিলভারের কলস থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মূল অভিযুক্ত আবুবক্কর পালিয়ে গেলেও তার স্ত্রী রোকেয়া বেগম (৪০)কে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন , স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনকে আটক করি। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযানে চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা সিলভারের কলস থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মূল অভিযুক্ত আবুবক্কর পালিয়ে গেলেও তার স্ত্রী রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।