ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং ১লা জানুয়ারী ২০২৬ থেকে কার্যকরের দাবী, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ সচিবালয়ের মত এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নে, আতীয় সার্ভিস কমিশন গঠন, মাস্টার বোল, ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট পেইড ইত্যাদি অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে ও আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল পূর্বক শূন্য পদে সরাসরি নিয়োগ, ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, ব্লকপোষ্ট সমূহে পদোন্নতির দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে এ কর্মচারী সমাবেশ ও স্মারক লিপি প্রদান কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদের পরিচালনায় সমাবেশ ও স্মারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার তালুকদার, সহ-সভাপতি গফফার বিশ্বাস, মহিলা সম্পাদিকা খাদিজা বেগম, জেলা প্রশাসকের কার্যালয়ে মোঃ মাহাতাব উদ্দিন, ড্রাইভার সমিতির সভাপতি মোঃ খবির উদ্দিন হাওলাদার, সমাজসেবা অধিদপ্তর সভাপতি মোঃ সালাউদ্দিন জাকারিয়া ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।