দীর্ঘ পাঁচ বছর ৯ মাস পর পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক ১ ডিসেম্বর স্বাক্ষরিত পত্র সূত্রে জানা গেছে, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালামকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষকারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। বহিষ্কার প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।
উল্লেখ্য, ২০২০ সালের ১১ অক্টোবর ভুল তথ্যগত কারনে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামকে দলের শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগ উল্লেখ করে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।